বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

উখিয়ার মাছকারিয়া থেকে অস্ত্র ও গুলিসহ একজন আটক 

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

উখিয়ার মাছকারিয়া থেকে অস্ত্র ও গুলিসহ একজন আটক 

উখিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলিসহ মো. জোবায়েদকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার রাজাপালং ইউনিয়নের মাছকারিয়া আদর্শগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

আটক জোবায়েদ রাঙ্গামাটি রাজস্থলীর বাঙ্গলখালী কাঁকড়াছড়ি ডাকবাংলা উজানপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। সে বর্তমানে মাছকারিয়া এলাকায় বসবাস শুরু করেছে।

বুধবার (১৫ নভেম্বর) বিষয়টি জানিয়ে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, মাছকারিয়া আদর্শগ্রামে জোবায়েদের বসতঘরে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান (এলজি) এবং একটি শপিং ব্যাগ তল্লাশি করে ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, আটক আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।

টিএইচ